২০১৯ সালে বিভিন্ন চাকরির পরিক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন। পর্ব-১
২০১৯ সালে বিভিন্ন চাকরির পরিক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন। পর্ব-১
![]() |
| সাধারন জ্ঞান মূলক প্রশ্ন |
০১। কোন দেশটি ২০২০ সালের মধ্যে মহাকাশ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছে.?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
০২। সম্প্রতি মারা যাওয়া ১৮ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সঙ্গীত শিল্পী এর নাম কি?
উঃ আরেথা ফ্রান্ কলিন
০৩। কোন দেশ দীর্ঘদীন ধরে অবৈধভাবে থাকা বিদেশি শ্রমিকদের সাধারন ক্ষমা করেছেন?
উঃ সংযুক্ত আরব আমিরাত
০৪। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত?
উঃ ৭.৮৬%
০৫। এসিসি উইমেন T20 এসিয়া কাপ-২০১৮ ফাইনালে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে?
উঃ ভারত।
০৬। বঙ্গবন্ধু-১ কিসের নাম?
উঃ কৃত্রিম উপগ্রহের নাম।
০৭। "অসমাপ্ত আত্মজীবনী" বইটির প্রচ্ছদ শিল্পী কে?
উঃ সমর মজুমদার।
০৮। ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের মাসকটের নাম কি ছিলো?
উঃ জাবিভাকা।
০৯। বাংলাদেশ- ভারতের সমুদ্রসীমা নির্ধারনী মামলার রায় হয় কবে?
উঃ ৭ জুলাই ২০১৪।
১০। ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান কে?
উঃ নাদিয়া মুরাদ।
১১। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি কোন দেশ থেকে তৈরী হয়েছে?
উঃ আমেরিকা।
১২। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উঃ জাস্টিস ট্রুডো।
১৩। বঙ্গবন্ধু -১ উপগ্রহটি মহাকাশের কোন দ্রাঘিমায় অবস্থিত?
উঃ ১১৯.১°।
১৪। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ পাবনা ।
১৫। BEZA has fill now got Approval to establish how many economic zone country wide?
উঃ 88
১৬। Bangabandhu- Sheikh Mujib shilpo nagar is located on the Mouth of.
উঃ Feni River
১৭। Who was the Adidas Golden Glove as the Tournament's best goalkeeper in FIFA world cup.?
উঃ Thibaut Courtois
১৮। Nobel Peace Prize Winner in 2018, Nadia Murad is a--
উঃ Kurdi
১৯। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিনিয়োগ কত %
উঃ ৯০%
২০। ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলকে কত মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরষ্কার দেওয়া হয়?
উঃ ৩৮ মিলিয়ন
২১। বর্তমান অর্থবছরে কোন খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে.?
উঃ তৈরী পোশাক
২২। যা ইচ্ছে তাই" উপন্যাসটি কার?
উঃ ফেরদৌসী মজুমদার
২৩। আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত করা হয়?
উঃ রোজ গার্ডেনে
২৪। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম কি ছিলো.?
উঃ টেলস্টার-১৮
২৫। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান কোনটি?
উঃ ইউনেস্কো
২৬। বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট প্রেরনকারী কততম দেশ?
উঃ ৫৭ তম
২৭। জনপ্রিয় অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্শন কোনটি.?
উঃ পাই
২৮। রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিলো?
উঃ আরাকান
২৯। বিশ্বের সবচেয়ে বসবাস যোগ্য শহর-২০১৮, এর শীর্ষ কোন দেশ ?
উঃ ভিয়েনা
৩০। এমবাপ্পে কোন দেশের ফুটবল খেলোয়ার?
উঃ ফ্রান্স
পোস্ট টি সম্পর্কে আপনার কোন অভিযোগ অথবা মন্তব্য থাকলে আমাদের অবশ্যই জানাবেন।

No comments