বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের সংক্ষিপ্ত পরিচয়
জানতে হলে পড়তে হবে, পড়ার কোন বিকল্প নাই। চলুন আজ আমরা সাধারন জ্ঞান সম্পর্কে জানার সামান্য প্রয়াস চালাই..
বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের সংক্ষিপ্ত পরিচয়
![]() |
| বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের সংক্ষিপ্ত পরিচয় |
মুক্তিযোদ্ধাঃ
- মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম (১৯৩৭-১৯৭৫) - মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে-ফোর্স'-এর সর্বাধিনায়ক;
- মোঃ নুরুল ইসলাম (বীর বিক্রম);
- মোঃ মতিউর রহমান (বীর প্রতীক);
- বশির আহমেদ (বীর প্রতীক)।
- আব্দুল হাকিম (বীর প্রতীক)।
- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম(১৯২৫-২০০০); গভর্নর ১৯৭৫।
- আমজাদ হোসেন (বীর মুক্তিযোদ্ধা ১০ নম্বর সেক্টর)
- মোঃ আব্দুল বারী মন্ডল (বীর মুক্তিযোদ্ধা।
রাজনীতিবিদ
- মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান (অবিভক্ত বাংলার আইনসভার সদস্য ১৯২১-১৯৩৯)
- আব্দুল করিম - ঢাকার জগন্নাথ হলে ১৯৪৮ সালের ২৯ মার্চ ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার নির্বাচিত হন;
- আব্দুস সালাম তালুকদার (১৯৩৬-১৯৯৯) - বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান;
- রাশেদ মোশারফ - সাবেক ভুমি প্রাতিমন্ত্রী;
- এম এ সাত্তার - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী।
- আবুল কালাম আজাদ - সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী;
- সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী;
- রেজাউল করিম হীরা - সাবেক ভূমি মন্ত্রী;
- মির্জা আজম (১৯৬২) - হুইপ ও প্রতিমন্ত্রী।
- মোর্শেদ রহমান রিয়াদ]] প্রতিষ্ঠাতা ও পরিচালক বাংলাদেশ স্ট্যান্ডার্ড পার্টি (BSP)
- আশরাফ উদদৌলা পাহলোয়ান (সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি)।
- আব্দুল কাইয়ুম (১৯৪৮) - সাবেক আই জি পি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা।
- কমরেড মনজুরুল আহসান খান- সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
- শিক্ষাবিদ ও গবেষক
- আতিউর রহমান - অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর।
- অাশেক মাহমুদ
- সাহিত্যিক ও সাংবাদিক
- হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩) - প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক, এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত;
- আনোয়ার হোসেন (অভিনেতা) (১৯৩১-২০১৩) - নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত;
- আমজাদ হোসেন (১৯৪২) - বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার;
- আব্দুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮) - নাট্যব্যক্তিত্ব;
- নজরুল ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী।
- - ক্রীড়া ব্যাক্তিত্ত্বঃ
- রকিবুল হাসান (জন্মঃ ১৯৮৭) - ক্রিকেটার;
- জুবায়ের হোসেন - ক্রিকেটার।
📔📔পোস্ট টি সম্পর্কে আপনার কোন অভিযোগ অথবা মন্তব্য থাকলে আমাদের অবশ্যই জানাবেন।

No comments