code.txt Displaying code.txt.

সাধারণত জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর -পর্ব-০১


জানতে হলে পড়তে হবে, পড়ার কোন বিকল্প নাই।

 চলুন আজ আমরা সাধারন জ্ঞান সম্পর্কে জানার সামান্য প্রয়াস চালাই..


সাধারণত জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর -
সাধারণত জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর -




১/ বাংলাদেশে ব্যাংক নোট =৭টি।

২/ বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক ও দুই টাকার নোট।

৩/"এক টাকার ,দুই টাকার নোটে স্বাক্ষর থাকে =অর্থ সচিবের।

৪/'সবার জন্য শিক্ষা' স্লোগান টি আছে= দুই টাকার মুদ্রায়।

৫/ বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় =অস্ট্রেলিয়ায়।

৬/৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয়= জার্মানিতে ৷

৭/ ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় =কানাডায়।

৮/ সরকারি নোট =১ ও ২ টাকার নোট।

৯/ বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয়= সুইজারল্যান্ড থেকে।

1০/বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২টাকার নোট। 




১১/ বাংলাদেশ বাংকের শাখা= ১০টি (সর্বশেষ ময়মনসিংহ).

১২/ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী =২১ টাকা খরচ হয়।

১৩/ বর্তমানে বাংলাদেশে = ৬৭ টি ব্যাংক রয়েছে।

১৪/ বাংলাদেশে ১ম নোট চালু হয় = মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।

১৫। জিরাফ কিন্তু সাতার জানে না

১৬) অনিচ্ছাকৃ্ত ভাবে যখন আপনার হাত থেকে একটি গ্লাস ফসকে পড়ে গিয়ে ভেঙ্গে গ্লাস ভাঙ্গার সময় কাচের টুকরোগুলোর গতি হয়ে যায় তিন হাজার মাইল!

১৭। আমাদের ঘামের রঙ কি তা কি আপনি কি জানে আমি তো জানি না, কিছুটা কনফিউসড,কিন্তু জলহস্তির ঘাম লাল রঙের !

১৮।গড়ে একজন মানুষ একদিনে চার হাজার ৮০০ শব্দ বলে

১৯। আমাদের গ্রহে সবচেয়ে বড় মগজ কার জানেন কি ? স্পার্ম তিমির

২০। আজব হলেও সত্যি যেরাতে ঘুমানোর সময় আপনার উচ্চতা বেড়ে যায় আট মিলিমিটার বা দশমিক তিন ইঞ্চি ! কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আবার আগের আকৃতি চলে আসে !

২১।প্রতি ২৫ মাইলে একেকটি গাড়ি প্রতি আধা কেজি বর্জ্য বের করে


 ২২।তেলাপোকা সেকেন্ডে ১২ বার গতিপথ বদলাতে পারে আর জন্যই ওরা দুনিয়ার সেরা ক্ষিপ্র প্রানী

No comments

Powered by Blogger.