code.txt Displaying code.txt.

কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯

কারেন্ট_অ্যাফেয়ার্স_এপ্রিল_২০১৯)

কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯ সাধারণ জ্ঞান
কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯ 

দেশ

১) বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে দুর্বলখাত – ব্যাংক ( বিশ্বব্যাংক)
২) চলতি অর্থ বছরে বিশ্বের সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধ অর্জন কারী – ৫ দেশেরর একটি হবে বাংলাদেশ ( ঐ)
৩) চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে – ৭.৩% ( ঐ)
৪) আগামী অর্থ বছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে – ৭.৪% ( ঐ)
৫) চলতি অর্থ বছরে বিশ্বের সবচেয়ে বেশি জিডিপির প্রবৃদ্ধি হবে – ইথিওপিয়ার, ৮.৮% ( ঐ)
৬) চলতি বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে – ৮.১৩% ( বিবিএস)
৭) চলতি বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে – ৮% ( এডিবি)
৮) বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত আইন চালু রয়েছে – ৩৭৮ টি
৯) দেশের প্রথম পাতাল রেল হবে – বিমানবন্দর কমলাপুর রুটে
১০) দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য – ১৯.৮৭ কি.মি
১১) জাটকা বলা হয় – ১০ ইঞ্চি বা ২৫ সে.মির নিচের ইলিশের পোনাকে
১২) “ জাগ্রত ৭১” ভাস্কর্য অবস্থিত – দামপাড়া পুলিশ লাইন, চট্টগ্রাম শহর
১৩) “ স্বাধীনতা সোপান “ মুক্ত মঞ্চ অবস্থিত – সাঁথিয়া, পাবনায়
১৪) শেখ হাসিনা নকশিপল্লি অবস্থিত – জামালপুরে
১৫) দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা – ১,৩৪,১৪৭ টি

##আন্তর্জাতিক##
১৬) ১ জুন ২০১৯ আইসিসির সদস্যপদ লাভ করবে – মালয়েশিয়া
১৭) ADB'র বর্তমান সদস্য সংখ্যা – ৬৮ টি
১৮) এডিবির ৬৮ তম সদস্য দেশ – নিউ
১৯) UNIDO এর বর্তমান সদস্য দেশ – ১৬৯ টি
২০) ১৬৯ তম দেশ – মাইক্রোনেশিয়া ( ৮ মার্চ ২০১৯ সদস্যপদ লাভ)
২১) বর্তমান বিশ্বের শীর্ষ ধনী – জেফ বেজোস ( আমাজন, যুক্তরাষ্ট্র)
২২) বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ – সৌদি আরব
২৩) বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
২৪) বিশ্বের শীর্ষ সুখি দেশ – ফিনল্যান্ড
২৫) বিশ্বের সবচেয়ে অসুখি দেশ – দ. সুদান
২৬) বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহর – গুরুগ্রাম ( ভারত)
২৭) বায়ু দূষণে বিশ্বের শীর্ষ রাজধানী – নয়াদিল্লি, ভারত
২৮) ৯১ তম অস্কার ২০১৯ এর সেরা চলচ্চিত্র – Green Book
২৯) ৯১ তম অস্কার ২০১৯ এর সেরা পরিচালক – আলফনসো কুয়ারন
৩০) সেরা অভিনেতা – রামি মালেক
৩১) সেরা অভিনেত্রী – অলিভিয়া কোলম্যান

No comments

Powered by Blogger.