BCS Question And Answer -Bangladesh
![]() |
| BCS Question And Answer |
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত : ঈশ্বরদী।
(২৭ তম BCS) > বাংলাদেশের পোস্টালএকাডেমী অবস্থিত : রাজশাহী।
(২৭ তম BCS) > ঢাকায় বাংলার সর্বপ্রথমরাজধানী হয় : ১৬১০ সালে।
(১০ তম BCS) > হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে।
(১১ তম BCS) > বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর রহমান।
(২৯ তম BCS) > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত : বুড়িগঙ্গা।
(১৩ তম BCS) > দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত :
লালমনিরহাট। (১৩ তম BCS) > বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন : সম্রাট আকবর।
(১০ তম BCS) > মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান।
(১১ তম BCS) > ‘মুজিব নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়।
(২০ তম BCS) > ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ হলো : বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম।
(১৭ তম BCS) > বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫ সালে।
(১৬ তম BCS) > পাখি ছাড়া বলাকা ও দোয়েল হচ্ছে : দুটি উন্নত জাতের গম।
✬ বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS
✬ এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের
বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
✬ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS)
✬ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
✬ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
: ১০ নিউটন। (১০ তম BCS)
✬ সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
✬ দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়।
(২৮ তম BCS)
✬ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ।
(২২ তম BCS)
✬ ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের
নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
✬ ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
✬ রবীন্দ্রনাথ
ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
✬ ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
✬ উড়োজাহাজের
গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
✬ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।..

No comments