সাধারন জ্ঞান মূলক কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। Bangla general knowledge
জানতে হলে পড়তে হবে, পড়ার কোন বিকল্প নাই।
১.ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উ: Delta
২. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উ : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
৩. পর্বত কয় প্রকার?
উ: ৪ প্রকার।
৪. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৫. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উ : ভাঁজ
৬. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উ : ভিসুভিয়াস, ) কিলিমানজারো, ফুজিয়ামা।
৭. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উ : USA ল্যাকোলিথ।
৮. সমভূমি কত প্রকার ও কি কি?
উ : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
৯. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উ: ৭৮.০২ ও ২০.৭১%
১০. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উ:৬টি।
১১। প্রশ্নঃ মোবাইল ফোনের আবিষ্কারক কে? উঃ মার্টিল কুপার।
১২। প্রশ্নঃ বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর কোথায় নির্মাণের প্রস্তাবনা রয়েছে? উঃ পটুয়াখালীর, কলাপাড়ায়।
১৩।প্রশ্নঃ WTO- এর হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত? উঃ জেনেভা, সুইজারল্যান্ড।
১৪। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির) ইংরেজি অনুবাদের নাম কি? উঃ Song Offerings।
১৫। প্রশ্নঃ আয়তনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহত্তম দেশ? উঃ চতুর্থ।
১৬। প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশনে ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? উঃ ৫৩৮ টি।
১৭। প্রশ্নঃ 'গুয়ান্তানামো বে' বন্দিশালা কোথায় অবস্থিত? উঃ কিউবা।
১৮।প্রশ্নঃ কোন সালে বাংলাদেশে CTBT অনুমোদন করে? উঃ ৮ মার্চ ২০০০ সাল।
১৯। প্রশ্নঃ বিশ্বের ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
উঃ ম্যানিলা, ফিলিপাইন (১১১৫৭৬জন/ বর্গমাইল )।
২০।প্রশ্নঃ নেলসন মেন্ডেলাকে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল?
উঃ রোবেন দ্বীপ।
২১। প্রশ্নঃ কোন কোন দেশের জাতীয় পতাকা কখনও অর্ধনমিত হয় না?
উঃ সৌদি আরব ও ইরান।
২২। প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উঃ কর্ণফুলী।
২৩। প্রশ্নঃ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করেছিলো?
উঃ চীন।
২৪। প্রশ্নঃ কাগজী মুদ্রার বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক কি রিজার্ভ রাখে?
উঃ স্বর্ণ।
No comments