code.txt Displaying code.txt.

বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্ব-৫

বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে  তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।

bangla general knowledge
bangla general knowledge


আমাদের দর্শনাভূতির স্থায়ীকাল ০.১ সেকেন্ড।

যে সকল বস্তুর আকর্ষন   ও দিকনির্দেশক ধর্ম আছে -- চুম্বক পদার্থ।

চুম্বকের চুম্বক একটি ---ভৌত পদার্থ ।

ডি. সি. প্রবাহ পাওয়া যায়ব্যাটারি থেকে

রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে) উপাদান, ) দৈর্ঘ্য, ) প্রস্থচ্ছেদ ) তাপমাত্রা

মাধ্যম তিন প্রকার) পরিবাহী, ) অর্ধপরিবাহী, ) অন্তরক বা অপরিবাহী।


চৌম্বকের প্রকারভেদ ১) প্রাকৃতিক চুম্বক ২) কৃত্রিম চুম্বক ৩) তড়িৎ চুম্বক

চৌম্বক পদার্থ টিন, আয়রন, কপার,কোবাল্ট, নিকেল ইত্যাদি ।


 অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয়পূর্ণঅভ্যন্তরীণ 
প্রতিফলন

ইলেকট্রনিক্স এর যাত্রা শুরুট্রানজিস্টরের আবিস্করের সময়

ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয়সিজিয়াম দিয়ে

চৌম্বক পদার্থের প্রকারভেদ ১)ডায়া চৌম্বক ২) প্যারা চৌম্বক ৩) ফেরো চৌম্বক

মেরু অঞ্চলে চৌম্বকের  আকর্ষণ সবচেয়ে বেশি ।

পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে পৃথীবির ভৌগোলিক --দক্ষিণ ।


তড়িৎ দুই প্রকার) স্থির তড়িৎ ) ---চল তড়িৎ

চল তড়িৎ দুই প্রকার) . সি. তড়িৎ ) --ডি. সি. তড়িৎ


আমদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে দিক পরিবর্তন করে – --৫০ বার


                         

No comments

Powered by Blogger.