বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্ব-৫
বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।
![]() |
| bangla general knowledge |
আমাদের দর্শনাভূতির স্থায়ীকাল ০.১ সেকেন্ড।
যে সকল বস্তুর আকর্ষন ও দিকনির্দেশক ধর্ম আছে -- চুম্বক পদার্থ।
চুম্বকের চুম্বক একটি ---ভৌত পদার্থ ।
ডি. সি. প্রবাহ পাওয়া যায় – ব্যাটারি থেকে ।
রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে – ১) উপাদান, ২) দৈর্ঘ্য, ৩) প্রস্থচ্ছেদ ও ৪) তাপমাত্রা ।
মাধ্যম তিন প্রকার – ১) পরিবাহী, ২) অর্ধপরিবাহী, ৩) অন্তরক বা অপরিবাহী।
চৌম্বকের প্রকারভেদ ১) প্রাকৃতিক চুম্বক ২) কৃত্রিম চুম্বক ৩) তড়িৎ চুম্বক
চৌম্বক পদার্থ টিন, আয়রন, কপার,কোবাল্ট, নিকেল ইত্যাদি ।
অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় –
পূর্ণঅভ্যন্তরীণ
প্রতিফলন ।
ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু –
ট্রানজিস্টরের আবিস্করের সময় ।
ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয় –
সিজিয়াম দিয়ে ।
চৌম্বক পদার্থের প্রকারভেদ ১)ডায়া চৌম্বক ২) প্যারা চৌম্বক ৩) ফেরো চৌম্বক
মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি ।
পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে পৃথীবির ভৌগোলিক --দক্ষিণ ।
তড়িৎ দুই প্রকার – ১) স্থির তড়িৎ ও ২) ---চল তড়িৎ ।
চল তড়িৎ দুই প্রকার – ১) এ. সি. তড়িৎ ২) --ডি. সি. তড়িৎ ।
আমদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে দিক পরিবর্তন করে – --৫০ বার ।

No comments