code.txt Displaying code.txt.

বিজ্ঞান থেকে কালেকশন করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্ব -১

বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে  তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।

 General knowledge bd
 General knowledge bd









পদার্থের ক্ষুদ্রতম কণা---- ---অণু ।

পদার্থের স্থায়ী মূল কনিকা --- ইলেকট্রন,প্রোটন ও নিউটন।

তেজস্ক্রিয় রশ্মিতে থাকে ---- আলফা, বিটা ও গামা কনিকা।

পদার্থের পরমানুর প্রোটন সংখ্যা ও পারমাবিক সংখ্যা পরস্পর সমান।

 পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষন  বলকে বলে--- অভিকর্ষ বল।

  বরফ গলনের সুপ্ত তাপ -- ৮০ ক্যালরি।


প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারনউচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

চা তাড়াতাড়ি ঠান্ডা হয়কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)


চা দেরীতে ঠান্ডা হয়সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)
 
০ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি -- ৩৩২ মিটার/সেকেন্ড

সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি--- সৌর রশ্মি।

পৃথিবী ঘূর্নয়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?-- মধ্যকর্ষনের জন্য।


সুর্যোদয় সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায়লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে

শব্দের গতি সবচেয়ে কম -- বায়বীয় মাধ্যমে।


তিনটি মূখ্য বর্ণলাল, সবুজ নীল

সে: তাপমাত্রায় পানির ঘনত্বসর্বোচ্চ


ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হলতেজস্ক্রিয় পদার্থ

রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি

উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেনআলফ্রেড নোবেল

ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠডিজিটাল সিগনাল ডেটাবেজ

পীট কয়লাভিজা নরম

তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলেগ্রীনহাউজ ইফেক্ট।

পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলেফিউশন বিক্রিয়া

বায়ু এক প্রকারমিশ্র পদার্থ

লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলেগ্যালভানাইজিং

আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেমরিচিকায়

পানি বরফে পরিণত হলেআয়তনে বাড়ে

পানি কঠিন, তরল বায়বীয় অবস্থায় থাকতে পারে

বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরীটাংস্টেন দিয়ে


CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করেওজন স্তর



               

No comments

Powered by Blogger.