General knowledge and answers quizz। সাধারণত জ্ঞান মূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
জানতে হলে পড়তে হবে, পড়ার কোন বিকল্প নাই।
চলুন আজ আমরা সাধারন জ্ঞান সম্পর্কে জানার সামান্য প্রয়াস চালাই.. .
১। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
:- অপভ্রংশ।
২। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য?
:- মেঘনাথবদ- মাইকেল মধুসূদন দত্ত।
৩। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান সাহিত্যেক কে?
:- মীর মশাররফ হোসেন।
৪। মাইকেল মধুসূদন দত্ত এর জন্ম কত সালে ?
:- ১৮২৪ সালে।
৫। "বিদ্রোহ" কবিতাটি কোন কাব্যগ্রন্থের?
:- অগ্নিবীণা ।
৬। "ঘেটুপুত্র কমলা" ছবির পরিচালক কে?
:- হুমায়ুন আহমেদ।
৭। "বঙ্গদর্শন" পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল?
:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
৮। "ক্ষমার যোগ্য" এর বাক্য সংকোচন?
:- ক্ষমার্হ
৯। “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ” কার রচনা ?
:- মাইকেল মধুসুধন দত্ত।
১০। “কবর” নাটক কার রচনা ?
:- মুনির চৌধুরি।
১১। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ?
:- মাইকেল মধুসুধন দত্ত।
১২। “জোক” গল্পের রচয়িতা – আবু ইসহাক
১৩। “ঢাকের কাঠি” বাকধারার অর্থ কি ?
:- তোষামুদে।
১৪। রিকশা>রিশকা, বাকস>বাসক এগুলো কিসের উদাহরণ ?
:- ধ্বনি বিপর্যয়।
১৫। “ব্যাঙের সর্দি” অর্থ কি ?
:- অসম্ভব ঘটনা।
১৬। কোনটি সৌমেন চন্দ্রের লেখা ?
:- ইঁদুর।
১৭। বাকধারা ব্যকরনের কোন অংশে আলোচিত হয় ? :- বাক্যতত্ত্ব।
১৮। হুতোমি গদ্যের লেখক কে ?
:- কালীপ্রসন্ন সিংহ।
১৯। গাড়ি থেকে নির্গত কালো ধোয়া যে বিষাক্ত গ্যাস ছাড়ে ?
:- কার্বন মনোঅক্সাইড।
২০। বায়ুমন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্ত পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভিরতা থেকে উঠানো যায় ?
:- ১০ মিটার
২১। বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমান কত?
:- ২০.৭১%
২২। VSAT বলতে কি বুঝায়?
:- Very small Aperture Terminal.
২৩। পৃথিবী মহাকাশের একটি?
:- জোতিষ্ক।
২৪। সূর্যের কিরন হতে পাওয়া যায়?
:- ভিটামিন -ডি
২৫। আগ্নাসয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রনকারি হরমোন কোনটি ?
:- ইনসুলিন
২৬। ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?
:-গলা
২৭। কোনটি চৌম্বক পদার্থ ?
:- কোবাল্ট
২৮। গাছের খাদ্য তালিকায় আছে ?
:- N, P, K, S, & Zn
২৯। সবুজ ফল পাকলে রঙ্গিন হয় কেন ?
:- জ্যান্থোফিলের উপস্হিতির কারনে।
৩০। গ্যাসে মাস্কের প্রধান উপকরণ হল ?
:- ফসফরাস পেন্টাক্সাইড।
৩১। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ? :- টাংস্টেন ধাতু দিয়ে।
৩২। কম্পিউটারের স্থায়ি মেমরি ?
:- ROM
৩৩। প্রতিফল ও ব্যতিচার নীতির উপর কোনটি তৈরি হয় ?
:- পেরিস্কোপ।
৩৪। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ন হয় কারণ ?
:- মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
৩৫। ফারেনহাইট স্কেলে পানির ফুটনাংক কত?
:- ২১২
৩৬। পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারন ?
:- গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য
৩৭। আল্ট্রাসনোগ্রাফি কি?
:- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বার ইমেজিং।
৩৮। মস্তিস্কে খমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের— এক-চতুর্থ অংশ ধ্বংশ হয়ে গেলে
৩৯। “A green Book” গ্রন্থটির লেখক ?
:- গাদ্দাফি
৪০। আকিয়াব সমুদ্র বন্দর কোথায় ?
:- মায়ানমারে
৪১। জাতির জনক হিসাবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্র প্রধান হয়নি কে ?
:- মহাত্নাগান্ধি।
৪২। Perestroika ও Glasnost এর উদ্যোক্তা কে ?
:- মিখাইল গার্বাচেভ
৪৩। ইউরোপে রেনেশা শুরু হয় ?
:- চতুদর্শ শতাব্দিতে।
৪৪। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিয় দিবশ কোনটি ?
:- ৪ জুলাই।
৪৫। টাইগ্রিস নদি পতিত হয়েছে ?
:- পারস্য উপসাগরে।
৪৬। 2012 সালে অষ্কার বিজয়ি চলচিত্রের নাম --- দ্যা আর্টিস্ট।
৪৭। Free hit কোন খেলার সাথে সম্পর্কিত ?
:- ক্রিকেট।
৪৮। লিবিয়ায় যৌথ বাহিনি কর্তিক পরিচালিত অভিযানের নাম ?
:- অপারেশন ওডিসি হোপ।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
No comments