code.txt Displaying code.txt.

General knowledge and answers quizz। সাধারণত জ্ঞান মূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

জানতে হলে পড়তে হবে, পড়ার কোন বিকল্প নাই।
 চলুন আজ আমরা সাধারন জ্ঞান সম্পর্কে জানার সামান্য প্রয়াস চালাই.. .


১।  বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
:- অপভ্রংশ।

২। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য?
:-   মেঘনাথবদ- মাইকেল মধুসূদন দত্ত।

৩।  বাংলা সাহিত্যের প্রথম মুসলমান সাহিত্যেক কে? 
:- মীর মশাররফ হোসেন।

৪। মাইকেল মধুসূদন দত্ত এর জন্ম কত সালে ?
 :-    ১৮২৪ সালে।

৫। "বিদ্রোহ" কবিতাটি কোন কাব্যগ্রন্থের?
:- অগ্নিবীণা ।

৬।  "ঘেটুপুত্র কমলা" ছবির পরিচালক কে?
:- হুমায়ুন আহমেদ।   

৭। "বঙ্গদর্শন"  পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল?
:-    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৮।   "ক্ষমার যোগ্য" এর বাক্য সংকোচন?
:-  ক্ষমার্হ

 ৯। “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ” কার রচনা ?
:- মাইকেল মধুসুধন দত্ত।

১০। “কবর” নাটক কার রচনা ?
:- মুনির চৌধুরি।

১১। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ?
:- মাইকেল মধুসুধন দত্ত।

১২। “জোক” গল্পের রচয়িতা – আবু ইসহাক

১৩। “ঢাকের কাঠি” বাকধারার অর্থ কি ?
:- তোষামুদে।

১৪। রিকশা>রিশকা, বাকস>বাসক এগুলো কিসের উদাহরণ ?
:- ধ্বনি বিপর্যয়।

১৫।  “ব্যাঙের সর্দি” অর্থ কি ?
:- অসম্ভব ঘটনা।

১৬। কোনটি সৌমেন চন্দ্রের লেখা ?
:- ইঁদুর।

১৭।  বাকধারা ব্যকরনের কোন অংশে আলোচিত হয় ? :- বাক্যতত্ত্ব।

১৮।  হুতোমি গদ্যের লেখক কে ?
:- কালীপ্রসন্ন সিংহ।

১৯। গাড়ি থেকে নির্গত কালো ধোয়া যে বিষাক্ত গ্যাস ছাড়ে ?
:- কার্বন মনোঅক্সাইড।

২০। বায়ুমন্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্ত পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভিরতা থেকে উঠানো যায় ?
:- ১০ মিটার

২১। বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমান কত?
:- ২০.৭১%

২২। VSAT বলতে কি বুঝায়?
:- Very small Aperture Terminal.

২৩।  পৃথিবী মহাকাশের একটি?
:- জোতিষ্ক।

২৪। সূর্যের কিরন হতে পাওয়া যায়?
:- ভিটামিন -ডি

২৫।  আগ্নাসয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রনকারি হরমোন কোনটি ?
:- ইনসুলিন

২৬।  ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?
:-গলা

২৭।  কোনটি চৌম্বক পদার্থ ?
:- কোবাল্ট

২৮। গাছের খাদ্য তালিকায় আছে ?
:- N, P, K, S, & Zn

২৯। সবুজ ফল পাকলে রঙ্গিন হয় কেন ?
:- জ্যান্থোফিলের উপস্হিতির কারনে।

৩০। গ্যাসে মাস্কের প্রধান উপকরণ হল ?
:- ফসফরাস পেন্টাক্সাইড।

৩১। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি ? :- টাংস্টেন ধাতু দিয়ে।

৩২।  কম্পিউটারের স্থায়ি মেমরি ?
:- ROM

৩৩।  প্রতিফল ও ব্যতিচার নীতির উপর কোনটি তৈরি হয় ?
:- পেরিস্কোপ।

৩৪। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ন হয় কারণ ?
:- মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়

৩৫। ফারেনহাইট  স্কেলে পানির ফুটনাংক  কত?
:- ২১২

৩৬। পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারন ?
:- গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য

৩৭। আল্ট্রাসনোগ্রাফি কি?
:- ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের  দ্বার ইমেজিং।

৩৮।  মস্তিস্কে খমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের— এক-চতুর্থ অংশ ধ্বংশ হয়ে গেলে

৩৯।  “A green Book” গ্রন্থটির লেখক ?
:- গাদ্দাফি

৪০। আকিয়াব সমুদ্র বন্দর কোথায় ?
:- মায়ানমারে

৪১।   জাতির জনক হিসাবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্র প্রধান হয়নি কে ?
:- মহাত্নাগান্ধি।

৪২। Perestroika ও Glasnost এর উদ্যোক্তা কে ?
 :- মিখাইল গার্বাচেভ

৪৩। ইউরোপে রেনেশা শুরু হয় ?
 :- চতুদর্শ শতাব্দিতে।

৪৪।  মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিয় দিবশ কোনটি ?
:- ৪ জুলাই।

৪৫।  টাইগ্রিস নদি পতিত হয়েছে ?
:- পারস্য উপসাগরে।

৪৬।  2012 সালে অষ্কার বিজয়ি চলচিত্রের নাম --- দ্যা আর্টিস্ট।

৪৭। Free hit কোন খেলার সাথে সম্পর্কিত ?
:- ক্রিকেট।

৪৮।   লিবিয়ায় যৌথ বাহিনি কর্তিক পরিচালিত অভিযানের নাম ?
:- অপারেশন ওডিসি হোপ।


 পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

No comments

Powered by Blogger.