সাধারণ জ্ঞান মূলক কিছু অজানা কথা
সাধারণত জ্ঞান মূলক কিছু অজান কথা।
সাধারণ জ্ঞান মূলক কিছু অজানা কথা |
এখানে আজ আপনাদের মাঝে কিছু অদ্ভুত রকমের প্রশ্ন ও তার উত্তর শেয়ার করবো।
- দাড়িয়ে ঘুমায় - ঘোড়া।
- মুখ দিয়ে মলত্যাগ করে - বাদুড়।
- কান হাঁটুতে থাকে - ফড়িংয়ের।
- চোখ মেলে ঘুমায় - মাছ।
- সবচেয়ে বড় ঘাস - বাঁশ।
- জিহ্বা দিয়ে শোনে - সাপ।
- রংধনুতে নেই - সাদা রং।
- সবুজ গ্রহ বলে - ইউরেনাসকে।
- লাল গ্রহ বলা হয় - মঙ্গল কে।
- নিষিদ্ধ দেশ - তিব্বত।
- নিষিদ্ধ শহর - লাসা।
-

No comments