code.txt Displaying code.txt.

পৃথিবীর বৃহত্তম সবকিছু নিয়ে প্রশ্নোত্তর

পৃথিবীর বৃহত্তম সব কিছু নিয়ে আজকের এই প্রশ্নোত্তর:

অর্থাৎ,  বিশ্বপর বৃহত্তম সাগর, দেশ,  পাখি,  দ্বীপ,  মরুভূমি ,  শহর,  বাধ,  মসজিদ ,পর্বদ, প্রানী , প্রাসাদ , পার্ক, অরন্য ,চিড়িয়াখানা , বন্দর,  ও হোটেল

   
পৃথিবীর বৃহত্তম  প্রাসাদ
পৃথিবীর বৃহত্তম
প্রাসাদ


Ø  বৃহত্তম দেশ--- রাশিয়া  
Ø  বৃহত্তম মহাদেশ ---এশিয়া
 Ø  বৃহত্তম মহাসাগর --- প্রশান্ত মহাসাগর
Ø  বৃহত্তম শহর ----লন্ডন (আয়তনে) 
Ø  বৃহত্তম শহর টোকিও (জনসংখ্যায়)

Ø  বৃহত্তম দ্বীপগ্রীনল্যান্ড Ø বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
Ø বৃহত্তম যাদুঘর — ব্রিটিশ মিউজিয়াম (বৃটেন)
Ø বৃহত্তম বিমান বন্দর — জেদ্দা বিমানবন্দর
Ø বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
Ø বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান সাগর (লবনাক্ত হ্রদ)
Ø বৃহত্তম নদী – নীল নদ
Ø বৃহত্তম জলপ্রপাত — নায়গ্রা
 Ø      বৃহত্তম প্রাণী — নীল তিমি
Ø বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
Ø বৃহত্তম দিন — ২১ জুন
Ø বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
Ø বৃহত্তম অফিস – পেন্টাগন বিল্ডিং
Ø এশিয়ার সর্ববৃহত্ পর্বতমালা- হিমালয়
Ø বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী —নীল তিমি
Ø বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক (সৌদি আরব)
Ø বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)!
 Ø  বিশ্বের বৃহত্তম কবরস্থান --Ohlsdorf Cemetery In Hamburg ( Germany )
 Ø   বিশ্বের বৃহত্তম বিমানবন্দর--- King Abdul Khalid International Airport, Riyadh.
  Ø বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা -- San Diego Zoo, USA
  Ø বিশ্বের বৃহত্তম বৃক্ষ---রেড উড।           
Ø বৃহত্তম গ্রন্থাগার — লাইব্রেরী অব দ্য কংগ্রেস (আমেরিকা)

No comments

Powered by Blogger.