বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্বে -২
বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।
![]() |
| General knowledge bd |
ডুবোজাহাজ হতে পানির উপরে দেখার জন্য ব্যবহৃত হয়-- পেরিস্কোপ।।
ব্যাটারি হতে পাওয়া যায়-- ডিসি কারেন্ট।
সর্বোত্তম তরিৎ পরিবাহক -- তামা।
ডিনামাইট আবিষ্কার করেন-- আলফ্রেড নোবেল।
পারমাবিক চুল্লিতে মডারেটর হিসাবপ ব্যবহৃত হয়--- গ্রাফাইট।
শব্দের চেয়ে দূত গতিতে চলে--- সুপার সনিক বিমান।
তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি ।
পারমাণবিক বোমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে ।
হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে ।
পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
প্লবতা সূত্র আবিস্কার করেন – আর্কিমিডিস ।
দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন – গ্যালিলিও ।
গতির সূত্র আবিস্কার করেন – নিউটন ।
কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট --- চুম্বক পদার্থ।
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে --দর্পনে।
স্টিফেন হকিং একজন --- পদার্থ বিদ।
জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি-- অতি বেগুনি রশ্মি।
এক্সরে এর একক---রনজেন
আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন – আলবার্ট আইনস্টাইন ।
মৌলিক রাশিগুলো হলো – দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
লব্ধ রাশি – বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
ভেক্টর রাশি – সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
স্কেলার রাশি – দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি ।
পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল – এস. আই. S. I. ।
ভর হচ্ছে পদার্থের – জড়তার পরিমাণ।

No comments