code.txt Displaying code.txt.

বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্বে -২

বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে  তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।


কারেন্ট অ্যাফেয়ার্স
 General knowledge bd


ডুবোজাহাজ হতে পানির উপরে দেখার জন্য ব্যবহৃত হয়-- পেরিস্কোপ।।

ব্যাটারি হতে পাওয়া যায়-- ডিসি কারেন্ট।

সর্বোত্তম তরিৎ পরিবাহক -- তামা।

ডিনামাইট আবিষ্কার করেন-- আলফ্রেড নোবেল।

পারমাবিক চুল্লিতে মডারেটর হিসাবপ ব্যবহৃত হয়--- গ্রাফাইট।

শব্দের চেয়ে দূত গতিতে চলে--- সুপার সনিক বিমান।


তেজস্ক্রীয়তার একক কুরি এর আবিস্কারকহেনরী বেকুইরেল

রেডিয়াম আবিস্কার করেনমাদাম কুরি

পারমাণবিক বোমা উৎপন্ন হয়ফিশন পদ্ধতিতে

হাইড্রোজেন বোমা উৎপন্ন হয়ফিউশন পদ্ধতিতে

পারমানবিক ওজন = প্রোটন নিউট্রনের ওজন

প্লবতা সূত্র আবিস্কার করেনআর্কিমিডিস

দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেনগ্যালিলিও



গতির সূত্র আবিস্কার করেননিউটন

কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট --- চুম্বক পদার্থ।

আলোর নিয়মিত প্রতিফলন  ঘটে --দর্পনে।

স্টিফেন হকিং একজন --- পদার্থ বিদ।

জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি-- অতি বেগুনি রশ্মি।

এক্সরে এর একক---রনজেন     


আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেনআলবার্ট আইনস্টাইন

মৌলিক রাশিগুলো হলোদৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ।

লব্ধ রাশিবল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি

ভেক্টর রাশিসরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি

স্কেলার রাশিদৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি

পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হলএস. আই. S. I.

ভর হচ্ছে পদার্থেরজড়তার পরিমাণ।

এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই             

No comments

Powered by Blogger.