বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্ব -৩
বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।
![]() |
| Bangla general knowledge-part 3 |
নিউটনের গতির সুত্র-- তিনটি।
নিউটনের বিখ্যাত বই-- ন্যাচারাল ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকস।
বিদুৎ শক্তির হিসাব করা হয়-- কিলো ওয়াট ঘন্টায়।
অভিকর্ষজ ত্বরণ g এর
মান – পৃথিবীর
কেন্দ্রে শূন্য,
বিষুবীয় অঞ্চলে
সবচেয়ে কম,
মেরু অঞ্চলে
সবচেয়ে বেশী
।
পানির তরঙ্গ, আলোক
তরঙ্গ, তাপ
তরঙ্গ, বেতার
তরঙ্গ ইত্যাদি
হলো – অনুপ্রস্থ
বা আড়
তরঙ্গ ।
শব্দ তর তরঙ্গ
হলো – অনুদৈর্ঘ
বা লাম্বিক
তরঙ্গ ।
পানিতে ঢিল ছুড়লে
চলমান যে
তরঙ্গের সৃষ্ঠি
হয় – অনুপ্রস্থ
তরঙ্গ ।
টানা তারের সূত্র
কয়টি – তিনটি
।
শব্দ সঞ্চালনের জন্য
প্রয়োজন – জড়
মাধ্যমের ।
শুন্য মাধ্যমে শব্দের
বেগ – শুন্য
।
স্বাভাবিক
অবস্থায় বাতাসে
শব্দের দ্রুতি
– ৩৩২ মি./সে. ।
মহাবিশ্বের যে কোন দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষন হলো -- মহাকর্ষ বল।
চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরন এর মান পৃথিবীর মানপর ১/৬ ভাগ।
পৃথিবীর মুক্তি বেগ -- ১১.২ কি.মি. /সেকেন্ড
মঙ্গলগ্রহে মুক্তি বেগ -- ৫.১ কি.মি./সেকেন্ড
গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সুত্র তিনটি।
ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক ইস্পাত।
স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি – ১৪৫০ মি./সে. ।
স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি – ৫২২১ মি./সে. ।
শব্দের বেগের উপর প্রভাব আছে – তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।
শ্রাব্যতার সীমা – ২০-২০০০০ Hz ।
ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ – ২০ Hz
আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ – ২০০০০ Hz এর বেশী ।
প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন – ০.১ সে. ।
প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব – ১৬.৬ মিটার ।
কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয় – ১০৫ ডেসিবেলের উপর
সৃষ্ঠ শব্দ ।শব্দের তীব্রতা ৪৫ ডেসবেল এর কম হলে সেই শব্দ আবার শুনা যায় না
বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে – প্রতিধ্বনি ।
তাপ এক প্রকার – শক্তি ।
বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় -- শব্দ।

No comments