code.txt Displaying code.txt.

বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্ব -৩

বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে  তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।

Bangla general knowledge-
Bangla general knowledge-part 3

নিউটনের গতির সুত্র-- তিনটি।

নিউটনের বিখ্যাত বই-- ন্যাচারাল ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকস।

বিদুৎ শক্তির হিসাব করা হয়-- কিলো ওয়াট ঘন্টায়।


অভিকর্ষজ ত্বরণ g এর মানপৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী

পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলোঅনুপ্রস্থ বা আড় তরঙ্গ

শব্দ তর তরঙ্গ হলোঅনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ

পানিতে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয়অনুপ্রস্থ তরঙ্গ

টানা তারের সূত্র কয়টিতিনটি

শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজনজড় মাধ্যমের

শুন্য মাধ্যমে শব্দের বেগশুন্য


স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি৩৩২ মি./সে.

মহাবিশ্বের যে কোন দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষন হলো -- মহাকর্ষ বল।

চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরন এর মান পৃথিবীর মানপর ১/৬ ভাগ।

পৃথিবীর মুক্তি বেগ -- ১১.২ কি.মি. /সেকেন্ড

মঙ্গলগ্রহে মুক্তি বেগ -- ৫.১ কি.মি./সেকেন্ড

গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সুত্র তিনটি।

ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক ইস্পাত।


স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি১৪৫০ মি./সে.

স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি৫২২১ মি./সে.

শব্দের বেগের উপর প্রভাব আছেতাপ, আদ্রতা বায়ু প্রবাহ

শ্রাব্যতার সীমা২০-২০০০০ Hz

ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ২০ Hz

আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ২০০০০ Hz এর বেশী

প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন. সে.

প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব১৬. মিটার

কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয়১০৫ ডেসিবেলের উপর 

সৃষ্ঠ শব্দ ।শব্দের তীব্রতা ৪৫ ডেসবেল এর কম হলে সেই শব্দ আবার শুনা যায় না

বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করেপ্রতিধ্বনি


তাপ এক প্রকারশক্তি

বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় -- শব্দ।     

  

No comments

Powered by Blogger.