code.txt Displaying code.txt.

বিজ্ঞান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। পর্ব-৪

বিজ্ঞান থেকে বাছাই করা খুবই কমন ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর আজ আপনাদের মাঝে কয়েকটা পর্ব আকারে  তুলে ধরেছি।
আশা করি এ সব প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে।


মডেল প্রশ্ন
মডেল প্রশ্ন



পানির স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে--১০০ সেলসিয়াস ।

প্রেসার কুকারের মূলনীতি চাপে পানি বেশী তাপমাত্রায় ফুটে।


ফারেনহাইট সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে – (- ৪০ ) তাপমাত্রায়

স্বভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ১৫ পাউন্ড
ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে – (৯০ -১১০ ) F


থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণঅল্প তাপে আয়তন --বৃদ্ধি পায়

ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায়-- তত স্ফুটনাঙ্ক কমে।

বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর  করে-- রঙ্গের উপর।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত – দুটি ।

সাদা আলো সাতটি বর্ণের সমাহার ।

লেন্স দুই প্রকার ১) অপসারী, ২) অভিসারী।

দৃষ্টির ত্রুটি মোট চারটি – ১) হ্রস্ব দৃষ্টি, ২) দীর্ঘ দৃষ্টি, ৩) বার্ধক্য দৃষ্টি ও ৪) বিষম দৃষ্টি বা নকুলা 

তরঙ্গ দৈর্ঘ্য বেশি – লাল আলোর ।

তরঙ্গ দৈর্ঘ্য কম – বেগুনী আলোর ।

শীতকালে রঙ্গিন কাপর আরামদায়ক 

গরমকালে সাদা কাপর --আরামদায়ক।

বিক্ষেপণ কম – লাল আলোর ।

বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ---ধর্ম ।

নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল – কালো দেখায় ।

লাল আলোতে গাছের পাতা – কালো দেখায় ।

নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল – নীল দেখায় ।

পেট্রোল ইঞ্জিন আবিস্কার হয় --১৮৮৬ সালে।

ফ্রেয়নের রাসায়নিক নাম -- ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন।

আলো এক প্রকার --শক্তি।


লাল ফুলকে সবুজ আলোয় – --কালো দেখায়

সূর্য রশ্মি শরীরে পড়লেভিটামিন --ডি তৈরী হয়

সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – --গামা রশ্মি

সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – --বেগুণী রশ্মি


শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করেপরিমিত --অতিবেগুণী রশ্মি

আলোর মাধ্যম তিনটি: স্বচ্ছ , ঈষৎ সচ্ছ , অসচ্ছ।

প্রতিফলনের সুত্র --দুটি।

প্রতিসরনের সূত্র-- দুইটি।

               

No comments

Powered by Blogger.