গুরুত্বপূর্ণ বিশেষ মডেল টেস্ট- পর্ব- ০১
বিভিন্ন চাকরি বা ভর্তি পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে মডেল টেস্ট সাজানো হয়েছে।
প্রতিটি মডেল টেস্ট এ সর্বমোট ৪০ টি করে প্রশ্ন থাকবে।
নিয়মিত ভাবে এই সাইটে পোষ্ট করা হবে।
এটি যে কোন পরিক্ষার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
![]() |
| Model questions |
সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর।
বাংলা মডেল টেস্ট পর্বঃ ০১
০১। প্রাথমিক ও গণশিক্ষা নামে নতুন বিভাগ কবে খোলা হয়েছে?
🔈 ১৯৯২ সালে।
০২। কোনটি লবন এর সন্ধি বিচ্ছেদ?
🔈 লো+অন।
০৩। অরণ্য এর লিংগান্তর কী?
🔈 অরণ্যানী।
০৪। To Daffodils কি জাতীয় রচনা?
🔈 কবিতা।
০৫। The synonym of Remember is...
🔈 Recollect.
০৬। kalpana said' I am ill' পরোক্ষ উক্তিতে পরিবর্তন করুন?
🔈 Kalpana said that she was ill.
০৭। CNN এর পূর্ণ অর্থ কি?
🔈 Cable News Network.
০৮। Gerund সাধারনত---- দ্বারা নিয়ন্ত্রত?
🔈 Preposition .
০৯। প্রশ্নঃঃ Which of the fowowing is considered as masculine?
🔈 Winter.
১০। ---- do you want?
🔈 Whom.
১১। গাছের প্রান আছে বলে কে প্রমান করেন ?
🔈 স্যার জগদীশচন্দ্র বসু
১২। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয় কোন তারিখে ?
🔈 ২১ জুন ।
১৩। রয়টার্স কি ?
🔈 সংবাদ সংস্থা
১৪। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
🔈 সিলেট ।
১৫। জাপানের আইন সভার নাম কি?
🔈 ডায়েট
১৬। যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্ট এর নাম কি?
🔈 আব্রাহাম লিংকন
১৭। পৃথিবীর প্রসস্থ তম নদী কোনটি ?
🔈 আমাজন
১৮। নিন্মের কোন সালটি লীপ ইয়ার ?
🔈 ১৬০০
১৯। গাড়ির সাথে পথের যে সম্বন্ধ থার্মোমিটার এর সাথে কোনটির সেই সম্বন্ধ?
🔈 উষ্ণতা।
২০। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
🔈 সমাচর দর্পণ
২১। বাংলাভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন?
🔈 রামমোহন রায়।
২২। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে?
🔈 আব্দুল গগফার চৌধুরী
২৩। ঢাকার রামপুরার টিভি চ্যানেল কত সালে চালু হয়?
🔈 ১৯৭৫ সালে
২৪।পিতলের মূল উপাদন কি ?
🔈 তামা ও দস্তা
২৫। বাংলাদেশের সংবিধান কোন সালে গৃহীত হয়?
🔈 ১৯৭২ সালে।
২৬। কত সিসি তে ১ লিটার?
🔈 ১০০০
২৭। ১ কোটিতে কত মিলিয়ন?
🔈 ১০
২৮। একটি বড় বক্সের মধ্যে ৪ টি বাক্স আছে ।প্রতিটির ভিতরে ৪ টা করে ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কতটি?
🔈 ২১টি
২৯। x+y=12, এবং x-y=2 হলে xy এর মান কত?
🔈 35
৩০। শতকর বার্ষিক কত % হারে সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে ৩ গুন হবে?
🔈 ২০%
৩১। ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
🔈 ১২
৩২। 29+ 25+21+..............-23=কত?
🔈 ৪২
৩৩। 5+x+y-135 গুণোত্তর ধারাভুক্ত হলে Y এর মান কত?
🔈 45
৩৪। অপরাজেয় বাংলার ভাস্কর----
🔈 সৈয়দ আব্দুল্লাহ খালেক
৩৫। কুসুম্বা মসজিদ কোথায়?
🔈 নওগাঁ
৩৬। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
🔈 ASEAN
৩৭। আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি?
🔈 লুব্ধক
৩৮। গনতন্ত্রের সুতিকাগারা নিম্নের কোন দেশ
🔈 গ্রিস
৩৯। আর্সেনিক দূরিকরার সনো ফিল্টারের উদ্ভাবক?
🔈 অধ্যাপক আবুল হুসসাম।
৪০। উলানবাটোর কোন দেশের রাজধানী?
🔈 মঙ্গোলিয়া

No comments