code.txt Displaying code.txt.

সমার্থক শব্দ / প্রতিশব্দ = পর্ব: ০১

সাধারন আলোচনাঃ

একটি শব্দের বিপরিতে সমজাতীয় যে শব্দ দ্বারা মনের একই ভাব প্রকাশ করা যায় তাকে প্রতি শব্দ বলে।



সমার্থক শব্দ / প্রতিশব্দ
সমার্থক শব্দ / প্রতিশব্দ


প্রতি শব্দের প্রয়োজনীয়তাঃ

১। বিকল্প শব্দ ভাষার সৌন্দর্য রক্ষা করা।
২। কোন বিষয়কে অধিক প্রাধান্য দিতে বিকল্প শব্দ ব্যবহার হয়।
৩। প্রতি শব্দ পৌনঃপুনিকতার দোষ থেকে বাক্যকে মুক্ত করে।
৪। প্রতিশব্দ বাক্যের কাঠামোকে সমৃদ্ধও সুদৃঢ় করে।
৫। কবিতার ছন্দের মিল রক্ষায় বিকল্প শব্দ ব্যবহার হয়।
৬। প্রতি শব্দ বক্তার মনের ভাব যথার্থভাবে প্রকাশে সহায়তা করে।
   

নিচে কতিপয় কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলঃ




মূলশব্দ          প্রতিশব্দ

অপবাদ--কালিমা, কলঙ্ক, বদনাম।
অমিত-  প্রচুর,  অনেক, বেশী, ভীষণ।
অবকাশ-  সময়, ফুসরত, সুযোগ।
অরুণ-  লাল, আরক্ত, রক্তিম।
অপূর্ব -  ভাল, মনোরম, মনোহর, সুন্দর।
অসম-  বন্ধুর,  বিষম, উচু-নিচু।
অন্ধকার-- আঁধার, তমঃ, তিমির,আন্ধার, তম।


মূলশব্দ          প্রতিশব্দ

আলো----আলোক,জ্যোতি, কিরন, দীপ্ত, প্রভা,
আগুন ---দহন, শিখা, বহ্নি, অনল, হুতাশন, হুতভুক, ব্যুমদেশ, অগ্নি,
আজ্ঞা----অনুমতি, হুকুম, আদেশ।

আকাশ----ছায়ালোক, শূন্য, অনন্ত, ব্যোম, দ্যুলোক।

মূলশব্দ          প্রতিশব্দ

ইচ্ছা----বাসনা, সাধ, আকাঙ্ক্ষা, অভিপ্রায়।
ইন্দ্র---রাজা, অধিপতি, দেবরাজ।             

মূলশব্দ          প্রতিশব্দ

ঈষৎ --- অল্প,  সামান্য,  খুব কম ।

ঈপ্সা---- লালসা , অভিপ্রায়, প্রবল ইচ্ছা।
ঈক্ষণ --- দেখা,  অবলোকন করা, তাকান।


মূলশব্দ          প্রতিশব্দ

উপদ্রব-- অত্যাচার, বিপদ, দৌরাত্ম্য ।

উদ্দেশ্য- মতলব , অভিপ্রায়।

উদর --- জঠর, পেট।

উগ্র---- তীব্র, প্রখর , প্রচন্ড।

উত্তম-- ভদ্র, উৎকৃষ্ট , অগ্রণী,  বরেণ্য ।

উজ্জ্বল--- দীপ্তমান,  প্রজ্বলিত,  উদ্ভাসিত, আলোকিত ।

উৎকট---- বিকট,  তীব্র,  উগ্র,  কঠোর ।
     
       

No comments

Powered by Blogger.